Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে ভূরুঙ্গামারী উপজেলা

ভূরুঙ্গামারী উপজেলা কুড়িগ্রাম জেলায় অবস্থিত। কুড়িগ্রাম জেলার সর্ব উত্তর-পুর্ব দিকে ভুরুঙ্গামারী উপজেলা, জেলা সদর থেকে ৪০ কি:মি দুরত্ব।এর ২৬°২০´ থেকে ২৬°১৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩৬´ থেকে ৮৯°৪৮´ পূর্ব দ্রাঘিমাংশে বিস্তৃত। এ উপজেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম; দক্ষিণে নাগেশ্বরী উপজেলা, পূর্বে ভারতের আসাম, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। প্রাচীনকালে ভূরুঙ্গামারী একটি নদীবহুল এলাকা ছিল। এখানকার সবগুলো নদীই খরস্রোতা ছিল। এ অঞ্চলে প্রবাহিত নদীগুলো বার বার তাদের গতিপথ পরিবর্তন করেছে। নদীর পরিত্যক্ত গতিপথ থেকে বিল ও পুকুর সদৃশ খাল-বিল সৃষ্টি হয়েছে। এখানকার প্রায় সবগুলো বিল এবং পুকুর মাছ চাষের উপযোগী। ‘মাছে ভাতে বাঙালি’ এ প্রবাদটি ভূরুঙ্গামারীর অধিবাসীদের কাছে এখনো সত্য। এক সময় ভূরুঙ্গামারী রুই মাছের জন্য বিখ্যাত ছিল। ভূরুঙ্গা মাছের প্রাচুর্য থেকে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে ভূরুঙ্গামারী। লোকজন দল বেধে মাছ ধরতে যাওয়ার সময় একে অপরকে আহ্বান করত ‘চল ভূরুঙ্গা মারতে যাই’। এভাবে ভূরুঙ্গামারী নামটি প্রচলিত হয়েছে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পূর্বে ভূরুঙ্গামারী কোচ রাজ্যের অন্তর্ভূক্ত ছিল। ভূরুঙ্গামারী -সোনাহাট রাস্তাটি মিলিটারী রোড নামে পরিচিত।কথিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার সৈন্য চলাচলের জন্য রাস্তাটি তৈরি করেন।রাস্তাটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসামের মনিপুর পর্যন্ত বিস্তৃত ছিল।এই রাস্তাটি বাগভান্ডার বিডিআর (বিজিবি) ক্যাম্পের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।



আয়তন

২৩৬.৯০ sq.km.

খানা

৬৬৫৪৪ টি (সূত্র-কৃষি শুমারী ২০১৯)

লোকসংখ্যা

২,৩১,৫৩৮জন (সূত্র-আদমশুমারী ২০১১)

প্রধান পেশা

কৃষি (প্রধান)

মোট জমির পরিমাণ

২৩৬.৯০ sq.km.

ধর্ম

ইসলাম

জাতীয় সংসদে আসন সংখ্যা

 ০১ টি, (কুড়িগ্রাম -০১)

ইউনিয়ন

১০ টি

মৌজা

৫৬ টি

১০

গ্রাম

১২৬ টি

১১

মসজিদ

৬৩৭টি

১২

মন্দির

 ১৯টি



১৩

দর্শণীয় স্থান

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানরি বাড়ী,বঙ্গসোনাহাট ব্রিজ



 ব্রিজ

১৪

সরকারী প্রাথমিক বিদ্যালয়

 ১১২টি

১৫

সরকারী মাধ্যমিক বিদ্যালয়

০১টি

১৬

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়

২৯ টি

১৭

বেসরকারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

০৫ টি

১৮

সরকারী কলেজ

০১ টি

১৯

বেসরকারী কলেজ

০৪ টি

২০

মাদ্রাসা

১৯ টি

২১

কওমী মাদ্রাসা

১৫টি

২২

ইবতেদায়ী মাদ্রাসা

৩২ টি

২৩

টেকনিক্যাল এন্ড ভোকেশনাল প্রতিষ্ঠান

০৬টি

২৪

সরকারী হাসপাতাল

০১ টি

২৫

মোট সরকারী অফিস

৩৩টি

২৬

পোষ্ট অফিস

 ১টি

২৭

ডাক বাংলো

০১ টি

২৮

পাবলিক লাইব্রেরী

০১টি

২৯

এতিমখানা

০১টি

৩০

ক্লিনিক

০৪ টি

৩১


শিল্পকলা একাডেমী

০১ টি

৩২

কমিনিটি ক্লিনিক

৩৫ টি

৩৩

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

০৪ টি

৩৪

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

০৫ টি